ফায়ারবেজ দিয়ে ব্লগার কন্ট্যাক্ট পেইজ বা গেস্ট পোস্ট ফরম | ব্লগারে এই প্রথম

ফায়ারবেজ দিয়ে ব্লগার কন্ট্যাক্ট পেইজ বা গেস্ট পোস্ট ফরম | ব্লগারে এই প্রথম
ফায়ারবেজ দিয়ে ব্লগার কন্ট্যাক্ট পেইজ বা গেস্ট পোস্ট ফরম | ব্লগারে এই প্রথম

ফায়ারবেজ দিয়ে ব্লগার কন্ট্যাক্ট পেইজ বা গেস্ট পোস্ট ফরম | ব্লগারে এই প্রথম

সাইট তৈরি করার পর আমি কন্ট্যাক্ট পেইজ তৈরি করতে যাই কিন্তু আমার থিমটির জন্য ব্লগারের কন্ট্যাক্ট ফরম কাজ করে না। মানে, সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয় না।

যাইহোক তারপরও আমার এই ফরম টা ভালো লাগছিলো না। তাই আমি নতুন কিছু করার জন্য উঠে পড়ে লাগি। অবশেষে অনেকদিনের প্রচেষ্টার ফলে আমি অত্যাধুনিক একটি ব্লগার কন্ট্যাক্ট ফরম তৈরি করতে পেরেছি।

এই ফরম টি আপনারা কাস্টোমাইজ করে আরো নানান কাজে লাগাতে পারবেন। যেমন:

  • যোগাযোগ ফর্ম হিসেবে
  • গেস্ট পোস্ট সাবমিট করার জন্য। টাইটেল, পোস্টদাতা নাম, ইমেইল, পোস্ট সাবমিট করা যাবে।
  • পণ্য বিক্রয় ফরম হিসেবে
  • ইউজার ডাটা কালেক্ট ফরম হিসেবে
  • এছাড়াও আরো অনেক কাজে এই ফরম টি ব্যবহার করা যাবে।

এই ফরম টি যেভাবে কাজ করে আর সুবিধা

এই ফরম টি অ্যাপ এর আইডিয়া নিয়ে বানানো। ফরম টি ডাটা পূর্ন করে সাবমিট করার পর ফায়ারবেজ রিয়েলটাইম ডাটাবেজ এ গিয়ে জমা থাকে।

এই ফরম ব্যবহার করার সুবিধা হলো এই ফর্মে যতো ডাটা দেওয়া হবে সব এক সারি তে পাওয়া যাবে আবার ফরম এর ডাটা বক্স ও বাড়ানো যেতে পারে আমি করি নাই তবে যেতে পারে।

পুরাতন ব্লগার কন্ট্যাক্ট ফরম 

আগে যে কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করা হতো সেই ফরম টি এখন কাজ করে না। আবার সেই ফরম এ মাত্র তিনটি অংশ রয়েছে - নাম, ইমেইল এবং মেসেজ। 

ফায়ারবেজ দিয়ে ব্লগার কন্ট্যাক্ট পেইজ বা গেস্ট পোস্ট ফরম | ব্লগারে এই প্রথম
পুরাতন কন্ট্যাক্ট ফরম


নতুন ব্লগার কন্টাক্ট ফর্ম

কিন্তু আমার তৈরি করা ফরম এ চারটি অংশ রয়েছে যেগুলো আপনি ইচ্ছা মতো কাস্টোমাইজ করে নিতে পারবেন। নিচে ছবি দেওয়া হলো: 

ফায়ারবেজ দিয়ে ব্লগার কন্ট্যাক্ট পেইজ বা গেস্ট পোস্ট ফরম | ব্লগারে এই প্রথম
আমার করা ফায়ারবেজ ফরম

ইউটিউবে এই ফর্মের ভিডিও দেখুন 

ফরম এর কাজ ভিডিও আকারে প্রকাশ করছি। পছন্দ হলে জানাবেন। ফরম টি কেমন হয়েছে এমন ফরম আগে দেখেছেন কিনা বা এর থেকে ভালো? কমেন্টে জানাবেন।

হ্যা অনেক থার্ড পার্টি ফরম সাইট আছে কিন্তু সেইগুলা তাদের প্রমোট এর জন্য করে আবার থার্ট পার্টি টাইপ কিন্তু এটা ফায়াবেজ দিয়ে করা কোনো ক্রেডিট এর ঝামেলা নেই একদম সুন্দর।

ভার্সিটি B Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৪

কন্ট্যাক্ট ফরম এর HTML এবং CSS কোড তৈরি করুন

এই ফর্মটি তৈরি করতে আমার অনেক মূল্যবান সময় এবং শ্রম দেওয়া লেগেছ। পোস্ট তৈরি করা, ভিডিও বানানো, কোড বানানো নিয়া অনেক পেরা হইছে।

তাই প্রাথমিক অবস্থায় এই ফরম টি ফ্রি তে দিতে চাচ্ছি না। এই ফর্মটি আপনার ওয়েবসাইট এর সৌন্দর্য এবং ইউজার এক্সপেরিয়েন্স এক ধাপ উন্নতি করবে।
 
এই ফরম এর কোড গুলো ক্রয় করতে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ সবাইকে।



Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Next Post Previous Post
3 Comments
  • Anonymous
    Anonymous 25/3/23

    ভাই, আমাকে দেওয়া যাবে?

    • Teplive.com
      Teplive.com 25/3/23

      Whatsapp me

  • Teplive.com
    Teplive.com 19/4/23

    Nice contact us page for Blogger website

Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন