এসএসসি গণিত সাজেশন ২০২৪ (PDF সহ সকল বোর্ডের ১০০% কমন সাজেশন) | SSC Math Suggestion 2024 PDF
এসএসসি গণিত সাজেশন ২০২৪ পেতে এই আর্টিকেল টি সম্পূর্ন মনোযোগ দিয়ে পড়ুন। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রবিবারে এসএসসি বা মাধ্যমিক শ্রেণির গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিত বিষয়ের পরীক্ষা আবশ্যিক হাওয়ায় সকলেরই এই পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
এসএসসি গণিত পরীক্ষায় ভালো ফলাফল করতে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই। তাই আপনাদের প্রয়োজন একটি সাজানো গুছানো গুরুত্তপূর্ণ সাজেশন। আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে এসএসসি বা মাধ্যমিক ও সমমানের পরীক্ষার গণিত বিষয়ের চূড়ান্ত সাজেশন শেয়ার করেছি।
সাজেশনের এই ম্যাথ গুলো করলে আশা করি এসএসসি পরীক্ষার গণিত সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবেন। এছাড়াও আমরা এসএসসি গণিত সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নোত্তর পিডিএফ শেয়ার করেছি আপনাদের জন্য। তাহলে চলুন দেখে নেই সকল সাজেশন সমূহ।
এসএসসি পরীক্ষার গণিত সাজেশন ২০২৪ পিডিএফ সহ
অধ্যায়ভিত্তিক প্রশ্ন গুলো কমপ্লিট করতে হবে যদি গণিত বিষয়ে ভালো মার্ক পেতে চান। নিচে আমরা এসএসসি গণিত বিষয়ের সকল অধ্যায়ের গুরুত্তপূর্ণ সাজেশন দিয়েছি। সাজেশনের এই সকল প্রশ্ন গুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করবেন।
১ম অধ্যায় - বাস্তব সংখ্যা সাজেশন
এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন বেশি আসে না, আসলেও বহুনির্বাচনী প্রশ্ন আসে বেশি। তাই এই অধ্যায় বেশি পড়ার প্রয়োজন নেই। তবুও রিস্ক মুক্ত থাকতে একবার প্র্যাক্টিস করুন। এছাড়া সকল ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর গুলো গ্রুপে অ্যাড করা থাকবে। সেখান থেকে দেখে নিবেন।
২য় অধ্যায় - সেট ও ফাংশন
এই অধ্যায় অনেক ইম্পর্ট্যান্ট, বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই। এই অধ্যায় থেকে যে প্রশ্ন গুলো প্র্যাক্টিস করবেন সেগুলো নিচে দেওয়া হয়েছে।
- অনুশীলনী ২.১ এর ১, ৬, ৭, ১০, ১১ নাম্বার অঙ্ক এবং উদাহরণ প্রশ্ন নং ১৫।
- অনুশীলনী ২.২ এর ১০, ১১, ১৩, ১৫, ১৮, ২১, ২৩ নাম্বার অঙ্ক গুলো করলেই হবে।
৩য় অধ্যায় - বীজগাণিতিক রাশি
এই অধ্যায় থেকে নিচের দেওয়া অঙ্কগুলো প্র্যাক্টিস করতে হবে। এবং পিডিএফ লিংক থেকে চূড়ান্ত সাজেশন গুলো প্র্যাক্টিস করতে হবে।
- অনুশীলনী ৩.১ এর ৮, ৯, ১০, ১৫ নাম্বার অঙ্ক এবং উদাহরণ ৭, ১০ নাম্বার।
- অনুশীলনী ৩.২ এর ৪, ১৩, ১৫, ১৬ নাম্বার অঙ্ক এবং উদাহরণ ১৬, ১৭ নাম্বার।
- অনুশীলনী ৩.৩ এর ৫, ৬, ১৮, ২১, ২৫ নাম্বার অঙ্কগুলো প্র্যাক্টিস করবেন।
- অনুশীলনী ৩.৫ এর ১৪, ১৭, ২৩, ৩২ নাম্বার অঙ্ক এবং উদাহরণ ৪২ নাম্বার।
৪র্থ অধ্যায় - সূচক ও লগারিদম
সূচক ও লগারিদম অধ্যায় অনেক গুরুত্বপূর্ন, অবশ্যই নিচের দেওয়া অনুশীলনীর গুরুত্তপূর্ণ সাজেশন গুলো প্র্যাক্টিস করবেন এবং পিডিএফ থেকে বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন গুলো চর্চা করবেন।
- অনুশীলনী ৪.১ এর ৪, ৬, ৮, ১৫, ১৬, ১৮ নং অঙ্ক এবং উদাহরণ ৪ নাম্বার।
- অনুশীলনী ৪.২ এর ১, ৪ নাম্বার অঙ্ক এবং উদাহরণ ৬, ১০ নাম্বার।
৫ম ও ষষ্ঠ অধ্যায় না পড়লেও কমন যেগুলো আসবে সেগুলো পড়লেই হবে।
৭ম অধ্যায় - ব্যবহারিক জ্যামিতি
ব্যবহারিক জ্যামিতি থেকে অবশ্যই বোর্ড পরীক্ষায় একটি বা তার বেশি প্রশ্ন এসে থাকবে। এই জন্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশনের দেওয়া প্রশ্নগুলো অবশ্যই চর্চা করতে হবে।
- অনুশীলনী ৭.১ থেকে শুধু ৬ নাম্বার অঙ্কটি করলেই হবে।
- অনুশীলনী ৭.২ থেকে দুইটি অঙ্ক অনেক গুরুত্বপূর্ন ১৫, ১৬ এই দুইটা করবেন।
- সম্পাদ্য ১, ২, ৩, ৫, ৭, ৯, ১১ নাম্বার সম্পদ্য গুলো করবে এবং উদাহরণ ২, ৩ অবশ্যই করবেন।
৮ম অধ্যায় - বৃত্ত
অষ্টম অধ্যায় বৃত্ত থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকবে। এজন্য সাজেশনের দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো প্র্যাকটিস করবেন এবং পিডিএফ লিংক থেকে বহুনির্বাচনি এবং সৃজনশীল প্রশ্নগুলো চর্চা করবেন।
- অনুশীলনী ৮.১ থেকে ৩, ৪, ৬, ৮, ১২ নাম্বার অঙ্কগুলো করবেন।
- অনুশীলনী ৮.২ থেকে ৩, ৪, ৫ নাম্বার অঙ্কগুলো করবেন।
- অনুশীলনী ৮.৫ থেকে ১১, ১৩, ১৫, ১৬ নাম্বার অঙ্কগুলো করবেন।
- উপপাদ্য ১৫ ( সাধারণ গণিত বইয়ের ১৩১ পৃষ্ঠার উদাহরণ ১ ), ১৭, ১৮, ২২, ২৩ নাম্বার করবেন।
৯ম অধ্যায় - ত্রিকোণোমিতিক অনুপাত
নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত থেকে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে বোর্ড পরীক্ষায়। এস এসএসসি ২০২৪ বোর্ড পরীক্ষার জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। নিচের দেওয়া সাজেশন অনুযায়ী প্র্যাকটিস করুন।
- অনুশীলনী ৯.১ থেকে ৫, ১১, ১৭, ২১, নাম্বার অঙ্কগুলো করবে এবং উদাহরণ ১০, ১১ নাম্বার করবেন।
- অনুশীলনী ৯.২ থেকে ২০, ২৪, ২৬, ২৯, নাম্বার অনুশীলনীর অঙ্কগুলো করবে এবং উদাহরণ ১৪ নাম্বার করবেন।
১০ম অধ্যায় - দূরত্ব ও উচ্চতা
দূরত্ব ও উচ্চতা থেকে নিজের দেওয়া সাজেশন অনুযায়ী প্রশ্ন এবং সমাধান গুলো দেখে নিবেন। নিচে বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন গুরুত্বপূর্ণ সাজেশন গুলো দেওয়া হয়েছে।
১১দশ অধ্যায় - বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত
বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত অধ্যায়ের বহুনির্বাচনী ও সৃজনশীল গুরুত্বপূর্ণ সাজেশন গুলো নিচের লিংকে দেওয়া হয়েছে।
১২দশ অধ্যায় - দুই চলক বিশিষ্ট সরলসহ সমীকরণ
দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এসএসসি মাধ্যমিক ও সমমানের গণিত বইয়ের দ্বাদশ অধ্যায়। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন বহন নির্বাচনী প্রশ্ন সাজেশন পিডিএফ এর মধ্যে দেওয়া হয়েছে।
১৩দশ অধ্যায় - সসীম ধারা
সসীম ধারা অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন থাকবেই। তাই এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং নির্বাচনী প্রশ্নগুলো চর্চা করা আবশ্যক। নেচার দেওয়া প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন এবং পিডিএফ সাজেশনে দেওয়া বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে নিবেন।
- অনুশীলনী ১৩.১ থেকে ৮, ১৫, ১৬, ২১, ২৩ নাম্বার অনুশীলনীর অঙ্কগুলো করবে এবং উদাহরণ ৩, ৫ নাম্বার করবেন।
- অনুশীলনী ১৩.২ থেকে ৮, ৯, ১১, ১৫, ২৩ নাম্বার অনুশীলনীর অঙ্কগুলো করবেন।
১৪দশ অধ্যায় ও ১৫দশ অধ্যায় না পড়লেও হবে তবে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই অধ্যায়টি পড়তে পারেন। বোর্ডে আসা বিগত সালের সকল প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই হবে।
১৬দশ অধ্যায়: পরিমিতি
পরিমিতি অধ্যায় থেকে দুইটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা ৯৮ পারসেন্ট। তাই এই অধ্যায় থেকে নিচের দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চর্চা করুন। অবশ্যই পিডিএফ থেকে বহুনির্বাচনি এবং সৃজনশো প্রশ্নগুলো চর্চা করবেন।
- অনুশীলনী ১৬.১ থেকে ৫, ৬ নাম্বার অনুশীলনীর অঙ্কগুলো করবেন।
- অনুশীলনী ১৬.২ থেকে ৩, ৫, ১০, ১৩, নাম্বার অনুশীলনীর অঙ্কগুলো করবে এবং উদাহরণ ১৬ নাম্বার করবেন।
- অনুশীলনী ১৬.৩ থেকে ২, ৫, ৬, নাম্বার অনুশীলনীর অঙ্কগুলো করবে এবং উদাহরণ ২৭ নাম্বার করবেন।
- অনুশীলনী ১৬.৪ থেকে ১১, ১৯, নাম্বার অনুশীলনীর অঙ্কগুলো করবে এবং উদাহরণ ৩২ নাম্বার করবেন।
১৭দশ অধ্যায়: পরিসংখ্যান
পরিসংখানের এই অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসবে সৃজনশীল যার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। নিচের সাজেশন দেওয়া গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারেন এবং পিডিএফ সাজেশনে দেওয়া বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নগুলো দেখবেন।
- অনুশীলনী ১৭ থেকে ১০, ১২, ১৪, ১৫ নাম্বার অনুশীলনীর অঙ্কগুলো করবেন।
- উদাহরণ ৪, ৬, ৭ নাম্বার করবেন।
পরিশেষে আমাদের কথা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা এসএসসি ২০২৪ গণিত সাজেশন পেয়ে গেছেন। সাজেশনে দেওয়া এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এসএসসি ২০২৪ বোর্ড পরীক্ষায় অধিকাংশ প্রশ্নই কমন করবে। সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now