Ei Sundor Swarnali Sondhay Lyrics | এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স (With MP3)

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স
আপনি কি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গীতা দত্ত কতৃক গাওয়া গানের লিরিক্স খুঁজছেন! আর কোন চিন্তা নেই, কারণ আজকের পোস্টে আমরা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স টি অডিও সহ শেয়ার করেছি। আজকের নিবন্ধ থেকে আপনি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স টি পেয়ে যাবেন আবার যদি চান অডিও মিউজিক ডাওনলোড করেও নিতে পারবেন। তাই এই চমৎকার সুযোগটি মিস করবেন না। চলুন তাহলে আমরা এখন গীতা দত্তের গাওয়া গান এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স এবং এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় স্বরলিপি অডিও মিউজিক টি দেখি। 

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স

Singer : Geeta Dutta
Lyrics : Gauriprasanna Mazumder
Film Name:Hospital
Music : Amal Mukherjee
Cover by :Salma
Music Rearrangement :Partho Borua
Production :Forty Nine Bull
MP3 File: Ei Sundor Swarnali Sondhay.mp3
FollowFacebook Page
News Alerts:Like Page

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স - বাংলায়

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।


এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।


কোন রক্তিম পলাশের স্বপ্ন,

মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।


এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।


আমলকি পেয়ালের কুঞ্জে,

কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে।


আমলকি পেয়ালের কুঞ্জে, 

কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে।

বুঝি সেই সুরে আমারে বরালে গো বন্ধু।


এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, 

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।


বাতাসের কথা সে তো কথা নয়, 

রূপকথা ঝরে তার বাঁশিতে-


আমাদেরও মুখে কোনো কথা নেই,

শুধু দু'টি আঁখি ভরে রাখি হাসিতে। 


বাতাসের কথা সে তো কথা নয়, 

রূপকথা ঝরে তার বাঁশিতে, 


আমাদেরও মুখে কোনো কথা নেই,

শুধু দু'টি আঁখি ভরে রাখি হাসিতে।


কিছু পরে দূরে তারা জ্বলবে,

হয়তো তখন তুমি বলবে।


কিছু পরে দূরে তারা জ্বলবে,

হয়তো তখন তুমি বলবে।


জানি মালা কেন গলে পরালে গো, বন্ধু-

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।


কোন রক্তিম পলাশের স্বপ্ন,

মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।


এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স - Banglish

Ei sundor sornali sondhay,

Eki bondhone jorale go bondhu.

Ei sundor sornali sondhay,

Eki bondhone jorale go bondhu.


Kon roktim polasher shopno,

Mor ontore chorale go bondhu.


Ei sundor sornali sondhay,

Eki bondhone jorale go bondhu.


Amloki peyaler kunje,

Kichu mowmachi ekhono je gunje.


Amloki peyaler kunje,

Kichu mowmachi ekhono je gunje.


Amloki peyaler kunje,

Kichu mowmachi ekhono je gunje.

Bujhi sei sure amare borale go bondhu.


Ei sundor sornali sondhay,

Eki bondhone jorale go bondhu.


Bataser kotha se to kotha noy,

Rupkotha jhore tar bashite-


Amadero mukhe kono kotha nei,

Shudhu akhi vore rakhi hasite.


Bataser kotha se to kotha noy,

Rupkotha jhore tar bashite-


Amadero mukhe kono kotha nei,

Shudhu akhi vore rakhi hasite.


Kichu pore dure tara jolbe,

Hoyto tokh tumi bolbe.


Kichu pore dure tara jolbe,

Hoyto tokh tumi bolbe.


Jani mala keno gole porle go, bondhu-

Ei sundor sornali sondhay,

Eki bondhone jorale go bondhu.


Kon roktim polasher shopno,

Mor ontore chorale go bondhu.


Ei sundor sornali sondhay,

Eki bondhone jorale go bondhu.


এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স অডিও/mp3 শুনুন

নিচের প্লে বাটনে ক্লিক করে শুনে নিন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স সম্পূর্ণ। কোন অসুবিধা হলে আমাদের কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে তার অনুভুতিও জানাতে ভুলবেন না। 


এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় রিংটোন নামিয়ে নিন

আমরা আগেই আপনাদের জানিয়ে দিয়েছি আজকের পোস্টে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স এর পাশাপাশি অডিও বা রিংটোন শেয়ার করবো। ইতিমধ্যেই আমরা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় রিংটোন এর ফাইল লিংক ( গুগল ড্রাইভ ) শেয়ার করে দিয়েছি। পোস্টের শুরুতে দেখুন একটি টেবিল রয়েছে সেখানে mp3 ফাইল দেওয়া আছে সেটি নামিয়ে আপনার ফোনে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় রিংটোন টি ডাওনলোড করে নিন।

লোকেরা সাধারণত যেসকল বিষয়ে প্রশ্ন করে

প্রশ্ন: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কোন সিনেমার গান?

উত্তর: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় "হাসপাতাল" সিনেমার গান।

প্রশ্ন: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গীতিকার ও সুরকার কে?

উত্তর: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গীতিকার হলো গীতা দত্ত ও সুরকার হলেন আলম মুখার্জি।

Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন