অনার্স ১ম বর্ষ নোটিশ ও গুরুত্বপূর্ণ সকল তথ্য | পদার্থবিজ্ঞান বিভাগ | সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
অনার্স ১ম বর্ষ নোটিশ ও গুরুত্বপূর্ণ সকল তথ্য |
আসসালামু আলাইকুম, আপনি কি রাজেন্দ্র কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩ সালের প্রথম বর্ষের শিক্ষার্থী? তাহলে এই পোস্ট টি আপনার জন্যই লেখা। Teplive.com একটি তথ্য শেয়ারিং ওয়েবসাইট, আজকের পোস্টে পদার্থবিজ্ঞানের সকল তথ্য শেয়ার করবো। আপনি যেকোনো সময়ে এই পেইজে এসে দেখে নিতে পারবেন। ওহ ভালো কথা, পদার্থবিজ্ঞান এর সকল আপডেট এই পেইজে আসলেই পেয়ে যাবেন। চলুন দেখে নেই বর্তমান আপডেট।
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ১০ জুলাই ২০২৩
আজকের আলোচ্য বিষয়সমুহঃ
১/ অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
২/ অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের মোট মূল্য কত টাকা
৩/ অনার্স পদার্থ বিজ্ঞান ব্যবহারিক বই PDF
অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
অনার্স ১ম বর্ষের বইয়ের তালিকা- আপনি নিশ্চয়ই অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা খুঁজছেন। হ্যা পদার্থবিজ্ঞান বিভাগের জন্য ১ম বর্ষে যে বই গুলো লাগে সেগুলো নিচে দেওয়া হলো।
বিষয় | কোড |
---|---|
Mechanics | 212701 |
Properties of Matter, Waves and Oscillations | 212703 |
Heat, Thermodynamics and Radiation | 212705 |
Physics Practical-I | 212706 |
Fundamentals of Mathematics | 213709 |
Calculus-I | 213711 |
Chemistry-I | 212807 |
Chemistry-I Practical | 212808 |
Introduction to Statistics | 213607 |
Statistics Practical-I | 213608 |
History of the Emergence of Independent Bangladesh | 211501 |
Total | 11 Subject |
অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের মোট মূল্য কত টাকা
উপরের ছক থেকে আমরা দেখলাম অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকায় ১১ টি বই পেয়েছি। প্রত্যেকটি বইয়ের মূল্য রিসার্চ করে দেখলাম অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের মোট মূল্য হলো ২,৮৭১ টাকা প্রায়।
বিষয় | মূল্য |
---|---|
Mechanics | ২৮৯ টাকা |
Properties of Matter, Waves and Oscillations | ২৮৮ টাকা |
Heat, Thermodynamics and Radiation | ২৮৮ টাকা |
Physics Practical-I | ১০০ টাকা |
Fundamentals of Mathematics | ২৮০ টাকা |
Calculus-I | ২৮০ টাকা |
Chemistry-I | ৪০০ টাকা |
Chemistry-I Practical | ৭৫ টাকা |
Introduction to Statistics | ২৫০ টাকা |
Statistics Practical-I | ২৮০ টাকা |
History of the Emergence of Independent Bangladesh | ৩৪১ টাকা |
Total | ২,৮৭১ টাকা |
বিঃ দ্রঃ বই এর প্রকাশনী, লেখক ও স্থান ভেদে দামের তারতম্য হতে পারে। আমি শুধু আপনাকে একটা ধারনা দিলাম। তবে সব মিলিয়ে এরকম ই খরচ হবে আপনার হয় কম কিংবা বেশি।
অনার্স পদার্থ বিজ্ঞান ব্যবহারিক বই PDF
হ্যা, অনার্স পদারথ বিজ্ঞান বিভাগের ব্যাবহারিক বইয়ের পিডিএফ পাওয়া যায়। আমি খুব শীঘ্রই এই পেইজে অনার্স পদার্থ বিজ্ঞান ব্যবহারিক বই PDF ফাইল যুক্ত করে দিব। এখনো ব্যাবহারিক শুরু হয় নি। সাথেই থাকুন সব আপলোড করে দেওয়া হবে, যতটুকু পারা যায়।
রাজেন্দ্র কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের ক্লাস রুটিন - জুলাই ২০২৩
সরকারি রাজেন্দ্র কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের ক্লাস রুটিন প্রকাশিত হয়েছে এবং এই রুটিন মোতাবেক নিয়মিত ক্লাস হচ্ছে। নিচে পদার্থবিজ্ঞান বিভাগের ক্লাস রুটিন দেওয়া হলো। আগেই বলে রাখি এখানে যে TD, LS এই টাইপের শব্দ এইগুলো হলো স্যার দের নামের শর্টকাট।
রাজেন্দ্র কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক পরিচিতি
অনেকেই রাজেন্দ্র কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সম্পর্কে জানেন না তাই, রাজেন্দ্র কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সকল শিক্ষকের নাম এবং নাম্বার এখানে দিয়ে দিলাম।
ছবি | নাম | পদবি |
---|---|---|
প্রফেসর তপন কুমার দেবনাথ | অধ্যাপক | |
জনাব কৃষ্ণ কুমার সাহা | সহযোগী অধ্যাপক | |
মুহাম্মদ ফয়সাল ইসলাম | সহকারী অধ্যাপক (01911-688593) | |
দিলীপ কুমার ভৌমিক | সহকারী অধ্যাপক | |
মুহাম্মদ এমার হক | সহকারী অধ্যাপক | |
মো. মনিরুল ইসলাম | প্রভাষক | |
সাখাওয়াত হোসেন | সহকারী অধ্যাপক | |
লিটন কুমার সাহা | প্রভাষক | |
ফারজানা ইসলাম | প্রভাষক |
আমাদের শেষ কথা
প্রিয় পাঠক আপনাদের ভালো লাগার জন্য এবং উপকারের জন্য তথ্য বের করে এখানে সাজিয়ে দিলাম। যেকোনো সময়, পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো ব্রাওজার থেকে Teplive.com ওয়েবসাইটে প্রবেশ করে এই পোস্ট টি পড়তে পারবেন।
আজকের পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাদের কে কমেন্ট করে বা আমাদের ফেইসবুক পেইজে জানাবেন। আমরা আপডেট করে দিব। আপনার কাছে কোন তথ্য থাকলে আমাদের দিয়ে সহযোগিতা করতে পারেন।
এখানে সাজিয়ে রাখলে ভবিষ্যতে কেউ চাইলে আমরা এই পোস্ট এর লিংক শেয়ার করার মাধমে সহজেই তার নিকট শেয়ার করে তাকে সহযোগিতা করতে পারি।
কোন বিষয়ে প্রশ্ন থাকলে তাও আমাদের জানাতে পারেন। আজ আর নয়। পরবর্তীতে কোন আপডেট হলে আমরা আপডেট দিয়ে দিব আপনারা চেক করে নিবন, আল্লাহ হাফেজ।
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now