HSC English 2nd Paper Suggestion 2024 (All Board With PDF) | এইচএসসি ইংরেজি ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৪

HSC English 2nd Paper Suggestion 2024

HSC English 2nd Paper Suggestion 2024 সম্পর্কে কিছু কথা যা জানা জরুরি

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো তোমরা সবাই। আজকের ইংরেজি পরীক্ষা দেওয়ার মাধ্যমে ইংরেজি পরীক্ষা সম্পর্কে একটু হলেও ধারনা এসেছে। তোমরা যারা এইচএসসি ২০২৪ এর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশন খুজছো তাদের জন্য এই পোস্ট টি লেখা হয়েছে। 

বাংলা সহ অন্যান্য সাবজেক্ট এর চেয়ে ইংরেজি কিন্তু পড়া কম বুঝতেও সহজ আবার পরীক্ষায় ভালো মার্ক তোলাও সম্ভব যদি তোমার আত্মবিশ্বাস থেকে আর যদি তুমি সঠিক গাইডলাইন অনুযায়ী প্রস্তুতি নাও। 

আমি আশা করবো এই সাজেশন গুলো প্রাকটিস করলে তোমার ৮০ ভাগ কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চ আমরা দেখে নেই ইংরেজি দ্বিতীয় পত্রের বিশেষ সাজেশন এইচএসসি ২০২৪। আর একটা কথা তোমরা এই পোস্ট টি বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাইকে দেখার ও পড়ার সুযোগ করে দিবে। 

একসাথে গুছিয়ে দেওয়ার জন্য ফেসবুকের বদলে এখানে দেওয়া হয়েছে। এতে তোমার পড়তে সুবিধা হবে। অন্যথায় ফেসবুকের মধ্যে তুমি যখন পড়তে যাবে তখন একটা নোটিফিকেশন আসলে তোমাকে আবার বের হতে হবে আর পোস্ট টাও হারিয়ে যাবে সাথে তোমার পড়ার মনোযোগ নষ্ট হবে তাই এখন থেকে সহজেই পড়ে নাও।

  • পরীক্ষার তারিখ ঃ জুন ২০২৪
  • সময় ঃ ৩ ঘণ্টা
  • সর্বমোট নম্বর ঃ ১০০ মার্ক
  • সাজেশন ঃ এইচএসসি ইংরেজি ২য় পত্র ২০২৪
  • পিডিএফ ঃ আছে

HSC English 2nd Paper Suggestion 2024 - প্যারাগ্রাফ সাজেশন (paragraph Suggestion)

ইতিমধ্যে আমাদের এখানে একটি প্যারাগ্রাফ সাজেশন দেওয়া হয়েছে। সেখানে ২৮ টি প্যারাগ্রাফ এর পিডিএফ ও দেওয়া আছে। তোমরা সেটা দেখে নিতে পারো, তবে আমি আবারও নতুন করে এখানে দিচ্ছি। 


HSC English 2nd Paper Paragraph Suggestion 2024

  • Cyber Crime 
  • Road Accident in Bangladesh/Causes & Effects of Road Accident in Bangladesh (DB 17, RB 16)
  • Environment Pollution (Dinajpur Board 19)
  • Climate Change/Impact of Climate change (DB 16, DB 19)
  • Drug Addiction (Comilla Board 16, CB 17)
  • Deforestation/Indiscriminate Cutting Down Trees (Sylhet Board 19)
  • Dowry System/The curse of Dowry (Barishal Board 19)
  • Water Pollution (Sylhet Board 16)
  • City Life vs. Village Life/Rural Life (Jessore Board 17)
  • Uses and Abuses of Mobile Phone (RB 17, BB 16)
  • Advantages & Disadvantages of Facebook/Mobile/Internet (JB 19, Ctg Board 17, 16)
  • The Celebration Of Pahela Baishakh
  • Our National Flag
  • Bangabandhu Satellite - 1
  • Importance of learning English
  • Corona Virus
  • Padma Bridge
  • Digital Bangladesh

HSC English 2nd Paper Suggestion - Latter of Complaint

  • Regarding damaged roads complaint for missing goods.
  • Making complaint against anti social activities in your area.
  • Making complaint against the insufficient supply of water. 

HSC English 2nd Paper Suggestion - Seeking Information

  • Seeking information about admission procedure
  • Seeking information about scholarship 
  • Asking for detailed information about a tour 
  • Asking for sitting up a debating club 
  • Asking for setting up a School Library/Canteen

HSC English 2nd Paper Suggestion - Regular Application 

  • An application to the principal of your college for providing multimedia facilities in the classroom.
  • An application to the principal of your college for providing sound system in large classroom.
  • An application to the principal of your college requesting him for allowing to go for a study tour.
  • An application to the principal of your college for increasing the number of books in the library.
  • An application to the principal of your college for setting up an English language club.
  • An application to the principal of your college for second permission to a stage drama.





HSC English 2nd Paper Suggestion 2024 - Board Question Solve

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো করতে হলে বিগত বছরের বোর্ড প্রশ্ন সল্ভ করা বাঞ্ছনীয়। অনেকের কাছে টেস্ট পেপার নেই বিধায় চর্চা করতে পারে না তাই নিচে ২০২২ সালের সকল বোর্ডের প্রশ্ন সলিউশন সহ দেওয়া হয়েছেঃ 

বিঃ দ্রঃ এখানে পেইজ নাম্বার দেখে দেখে সিরিয়াল মেইনটেইন করে পড়বে।



















HSC English 2nd paper mark distribution - Question Pattern 2024

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো জানোনা এবার ২০২৪ এর এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন প্যাটার্ন তারা এই পোস্ট থেকেই জেনে নাও। 

Grammar Part - A

  • Article থেকে থাকবে ১০ টা প্রশ্ন মোট মার্ক ৫
  • Preposition থেকে ১০ টা প্রশ্ন মোট মার্ক ৫
  • Phrase/Words থেকে ১০ টি প্রশ্ন থাকবে মোট মার্ক ৫
  • Complete The Sentence with clause থেকে ১০ টি প্রশ্ন থাকবে মোট মার্ক ৫
  • Fill the gaps with correct form of verbs থেকে ১০ টি প্রশ্ন থাকবে মোট মার্ক ৫
  • Change the Sentence Directed থেকে ১ টি প্রশ্ন থাকবে মোট মার্ক ৫
  • Narration থেকে ১ টি প্রশ্ন থাকবে মোট মার্ক ৫
  • Re-write the Sentence থেকে ১ টি প্রশ্ন থাকবে মোট মার্ক ৫
  • Modifiers থেকে ১০ টি প্রশ্ন থাকবে মোট মার্ক ৫
  • Conmector থেকে ১০ টি প্রশ্ন থাকবে মোট মার্ক ৫
  • Synonym or Antonym থেকে ১০ টি প্রশ্ন থাকবে মোট মার্ক ৫
  • Use the punctuation marks থেকে ১০ টি প্রশ্ন থাকবে মোট মার্ক ৫

Composition Part - B

  • Application writing এ ৮ নম্বর
  • Write a Report এ থাকবে ৮ নম্বর
  • Paragraph (150 words) এর থাকবে ১০ নম্বর
  • Sort Essay Above 200 words থাকবে ১৪ নম্বর

HSC English 2nd Paper Suggestion 2024 All in one PDF


এভাবে তোমাদের এবারের এইচএসসি ২০২৩ এর পরীক্ষা নেওয়া হবে। আজকের পোস্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন