ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ (সকল ইউনিট)

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন - ভূমিকা

আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো। তোমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে জানতে চাও? তাহলে সঠিক জায়গায় এসেছো। আজকের পোস্টে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে পুরনাঙ্গ আলচোনা করবো। তাহলে চলো মনোযোগ সহকারে পোস্ট টি পড়ি। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে জানার আগে আমরা জেনে নিবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে কোথায় হবে? প্রিয় পাঠক, দেশসেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের রাজধানী ঢাকা-তে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহন করছেন। 

জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুধুমাত্র রাজধানী ঢাকার মধ্যেই অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৪ আনুমানিক এইচএসসি পরীক্ষার ৪ থেকে ৫ মাস পরে অনুষ্ঠিত হয়। আপনারা সেই প্রস্তুতি নিয়ে পড়াশোনা করতে পারেন। চলুন এখন আমরা জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে। 

২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে ২৩ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখ হতে। এই বিষয়ে বিস্তারিত জানতে নিচের দেওয়া পোস্ট টি পড়তে পারেন। 


ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ বিস্তারিত তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আগে শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন থাকতো। কিন্তু ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে বহুনির্বাচনী প্রশ্নের সাথে লিখিত পরীক্ষা নেওয়া শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতো ২০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে। 

কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন নিয়মে পূর্ণমান ২০০ নম্বর থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। এমনকি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর যে ২০ নম্বর হিসেব করা হতো সেটিও কমিয়ে ১০ নম্বরে আনা হয়েছে। 

অর্থাৎ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের বহুনির্বাচনী এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। MCQ এবং লিখিত পরীক্ষার জন্য আলাদা আলাদা ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় থাকবে। 



ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন - ক ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ১০ টি অনুষদ এবং ৩২ টি ডিপার্টমেন্ট নিয়ে গঠিত। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞাপন বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের মানবন্টন (MCQ):

  • পদার্থবিজ্ঞান (আবিশিক অংশ) : ১৫ টি প্রশ্ন ১৫ নম্বর
  • রসায়ন (আবশ্যিক অংশ) : ১৫ টি প্রশ্ন ১৫ নম্বর
  • জীববিজ্ঞান (অপশনাল) : ১৫ টি প্রশ্ন ১৫ নম্বর
  • গণিত (অপশনাল) : ১৫ টি প্রশ্ন ১৫ নম্বর
  • বাংলা (অপশনাল) : ১৫ টি প্রশ্ন ১৫ নম্বর
  • ইংরেজি (অপশনাল) : ১৫ টি প্রশ্ন ১৫ নম্বর
  • MCQ অংশে মোট নম্বর : ৬০ নম্বর

একজন শিক্ষার্থী কোন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে সেই বিষয় নির্ধারণ করবে সেই শিক্ষার্থী কোন ৪ টি বিষয় উত্তর করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের মানবন্টন (লিখিত):

  • পদার্থবিজ্ঞান (আবিশিক অংশ) : ১০ নম্বর
  • রসায়ন (আবশ্যিক অংশ) : ১০ নম্বর
  • জীববিজ্ঞান (অপশনাল) : ১০ নম্বর
  • গণিত (অপশনাল) : ১০ নম্বর
  • বাংলা (অপশনাল) : ১০ নম্বর
  • ইংরেজি (অপশনাল) : ১০ নম্বর
  • লিখিত পরীক্ষায় মোট নম্বর : ৪০ নম্বর

এখানে অপশনাল বলতে বোঝানো হয়েছে জীববিজ্ঞান, গণিত, বাংলা এবং ইংরেজী এই ৪ টি বিষয়ের যেকোনো দুইটি বিষয়ে উত্তর করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে পাশ নম্বর কত জেনে নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আবশ্যিক বিষয়ের সাথে অন্য যেকোনো দুইটি বিষয় সহ মত ৪ টি বিষয়ের আনসার করতে হবে। MCQ ও লিখিত পরীক্ষায় মত ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং মেধা যাচাই করা হবে ১২০ নম্বরের উপর। 

আর বাকি ২০ নাম্বার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর হিসেব করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের MCQ অংশে পাশ নম্বর ২৪ লক্ষণীয় যে, কোনো শিক্ষার্থী যদি MCQ অংশে পাশ না করে তাহলে তার লিখিত অংশ স্যার রা দেখবেই না। এইজন্য অবশ্যই MCQ অংশে পাশ করতে হবে যদি চান্স পেতে চান। অর্থাৎ ঢাবি ক ইউনিটে MCQ পাশ নম্বর ২৪.

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন - খ ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য আরেকটি গুরুত্বপূর্ন ইউনিট হলো মানবিক ইউনিট বা খ ইউনিট। এই ইউনিটে শুধুমাত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তবে সাইন্স এর শিক্ষার্থীরাও বিভাগ পরিবর্তন করে আবেদন করে পরীক্ষা দিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ৩ টি অনুষদ এবং ৩৪ টি বিভাগ নিয়ে গঠিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের মানবন্টন (MCQ):

  • বাংলা : ১৫ টি প্রশ্ন ১৫ নম্বর
  • ইংরেজি : ১৫ টি প্রশ্ন ১৫ নম্বর
  • সাধারণ জ্ঞান : ৩০ টি প্রশ্ন ৩০ নম্বর
  • MCQ অংশে মোট নম্বর : ৬০ নম্বর

একজন শিক্ষার্থী কোন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে সেই বিষয় নির্ধারণ করবে সেই শিক্ষার্থীর মেধাক্রমের উপর। MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে। তবে উত্তর না করলে তার জন্য কোনো মার্ক কাটবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের মানবন্টন (লিখিত):

  • বাংলা : ২০ নম্বর
  • ইংরেজি : ২০ নম্বর
  • লিখিত অংশে মোট নম্বর : ৪০ নম্বর

এখানে খ ইউনিটে এই দুই বিষয়ের উপর লিখিত পরীক্ষা রয়েছে। তাছাড়া সাধারণ জ্ঞান বিষয়ের উপর শুধুমাত্র MCQ পরীক্ষা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে পাশ নম্বর কত জেনে নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ক ইউনিটের ন্যায় খ ইউনিটের পাশ নম্বর একই। MCQ পরীক্ষায় ৬০ নম্বরের মধ্যে ২৪ নম্বর পেতে হবে, নতুবা লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে না।

ভার্সিটি B Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন - গ ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট টি শুধুমাত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য। সুতরাং এখানে বাণিজ্য বিভাগের বিষয়ের উপর ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের মানবন্টন (MCQ):


  • বাংলা : ১২ নম্বর
  • ইংরেজি : ১২ নম্বর
  • হিসাব বিজ্ঞান : ১২ নম্বর
  • ব্যবসায় নীতি ও প্রয়োগ : ১২ নম্বর
  • মার্কেটিং বা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং : ১২ নম্বর

এখানেও MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর এর জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের মানবন্টন (লিখিত):


  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ : ৫ নম্বর
  • ইংরেজি থেকে বাংলা অনুবাদ : ৫ নম্বর
  • Precise Writing : ৫ নম্বর
  • বাংলায় সংক্ষিপ্ত রচনা : ৫ নম্বর
  • আবশ্যিক বিষয় থেকে ৫ টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর : ১৫ নম্বর
  • লিখিত পরীক্ষায় মোট মার্ক : ৪০ নম্বর

এভাবে ঢাবি গ ইউনিটে মোট ১০০ মার্কের MCQ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের GPA এর সাথে ২ দ্বারা গুন করে মোট ২০ মার্কের সাথে তুলনা করে ১২০ মার্কে নিয়ে মেধা তালিকা হিসেব করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন - ঘ ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট টি হোক সমন্বিত ইউনিট অর্থাৎ ঢাবির ঘ ইউনিটে মানবিক, ব্যবসায় ও বিজ্ঞান এর সবাই আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। চলুন জেনে নেওয়া যাক ঢাবি ঘ ইউনিট এর ভর্তি পরীক্ষার মানবন্টন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের মানবন্টন (MCQ):


  • বাংলা : ১৫ নম্বর
  • ইংরেজি : ১৫ নম্বর
  • সাধারণ জ্ঞান : ৩০ নম্বর
  • MCQ পরীক্ষায় মোট নম্বর : ৬০ নম্বর

ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর এর জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের মানবন্টন (লিখিত):


  • বাংলা : ১৫ নম্বর
  • ইংরেজি : ১৫ নম্বর
  • সাধারণ জ্ঞান : ১০ নম্বর
  • লিখিত পরীক্ষায় মোট মার্ক : ৪০ নম্বর

এভাবে ঢাবি ঘ ইউনিটে মোট ১০০ মার্কের MCQ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের GPA এর সাথে ২ দ্বারা গুন করে মোট ২০ মার্কের সাথে তুলনা করে ১২০ মার্কে নিয়ে মেধাতালিকা হিসেব করা হবে। এবং মেধাক্রম অনুযায়ী বিষয় প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন - চ ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য অঙ্কন ও এই সম্পর্কিত বিষয়ে যারা পড়াশোনা করতে চায় তারা আবেদন করে থাকে। এখানে সাধারণ জ্ঞান থেকে এবং অঙ্কন ও ফিগার ড্রইং থেকে পরীক্ষা নেওয়া হয়। নিচে চ ইউনিটের ভর্তি পরীক্ষার মানবন্টন প্রদান করা হলো।

  • সাধারণ জ্ঞান : ৪০ নম্বর
  • অঙ্কন বা ফিগার ড্রইং : ৬০ নম্বর

সাধারণ জ্ঞান পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে। মোট প্রাপ্ত নম্বরের ৪০% পাশ নম্বর হিসেবে গ্রহণ করা হবে। আর এই পদ্ধতিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটে মেধাক্রম তৈরি করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটের মানবন্টন (MCQ):


  • বাংলা : ১২ নম্বর
  • ইংরেজি : ১২ নম্বর
  • হিসাব বিজ্ঞান : ১২ নম্বর
  • ব্যবসায় নীতি ও প্রয়োগ : ১২ নম্বর
  • মার্কেটিং বা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং : ১২ নম্বর

এখানেও MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর এর জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন এ সকল ইউনিট এর ক্ষেত্রেই এই নেগেটিভ মার্ক সিস্টেম চালু রয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটের মানবন্টন (লিখিত):


  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ : ৫ নম্বর
  • ইংরেজি থেকে বাংলা অনুবাদ : ৫ নম্বর
  • Precise Writing : ৫ নম্বর
  • বাংলায় সংক্ষিপ্ত রচনা : ৫ নম্বর
  • আবশ্যিক বিষয় থেকে ৫ টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর : ১৫ নম্বর
  • লিখিত পরীক্ষায় মোট মার্ক : ৪০ নম্বর

এভাবে ঢাবি গ ইউনিটে মোট ১০০ মার্কের MCQ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের GPA এর সাথে ২ দ্বারা গুন করে মোট ২০ মার্কের সাথে তুলনা করে ১২০ মার্কে নিয়ে মেধা তালিকা হিসেব করা হবে।

আমাদের শেষ কথা

প্রিয় পাঠক, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই নিবন্ধে। আশা করি আপনি সকল তথ্য এখানে জানতে পেরেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা নিয়ে এবং অ্যাডমিশন সম্পর্কিত আরও পোস্ট করবো আগামিতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করে আপডেট থাকবেন। 

আপনার যে সম্পর্কে জানাত প্রয়োজন হবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলেই আমরা সেটি উত্তর দিয়ে দিবো। তাছাড়া আজকের পোস্ট সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের কে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোন পোস্টে। আল্লাহ হাফের প্রিয় পাঠক।
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন