ICT PRACTICAL HSC 2023 PDF (নমুনা সহ) | আইসিটি ব্যবহারিক এইচএসসি ২০২৩

ICT PRACTICAL HSC 2023 PDF
ICT PRACTICAL HSC 2023 PDF

ICT Practical HSC 2023 PDF - আইসিটি ব্যবহারিক এইচএসসি ২০২৩

আসসালামু আলাইকুম, প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আপনাদের কে সহযোগিতা করার লক্ষে আমরা আবারো নিয়ে আসলাম নতুন আরেকটি নিবন্ধ। 

আজকের নিবন্ধে আপনারা একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি ব্যাবহারিক/প্রাকটিক্যাল খাতা/গাইড নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। 

আপনি কি ICT Practical HSC 2023 PDF খুঁজছেন? তাহলে এই পোস্ট টি পড়ুন আর কোন পোস্ট পড়ার দরকার হবে না। আজকের পোস্টে আমরা আপনাদের আইসিটি ব্যবহারিক খাতা এবং আইসিটি ব্যবহারিক গাইড পিডিএফ দুইটিই দিয়ে দিবো। 

ICT Practical HSC 2023 PDF এর মধ্যে যা যা থাকছে 

প্রিয় শিক্ষার্থী, আজকের নিবন্ধে আমরা ICT Practical HSC 2023 PDF গাইড এবং খাতা শেয়ার করেছি। যেখানে আপনারা আইসিটি ব্যবহারিক এর সকল ব্যাবহারিক পেয়ে যাবেন। যেমনঃ 

  • HTML এর মৌলিক বিষয় ও বিভিন্ন Text ফরমেটিং ট্যাগের কাজ সম্পর্কে ধারণা গ্রহণ। 
  • HTML এ TEXT ফরমেটিং ট্যাগ ব্যবহার করে ফাইল তৈরী করে তা সংরক্ষণ। 
  • ফন্ট ট্যাগ ব্যবহার করে ফাইল তৈরী করে তা সংরক্ষণ।
  • List ( নাম্বারিং ও বুলেট ) তৈরীর জন্য বিভিন্ন ধরনের ট্যাগ ব্যাবহার করে একটি ওয়েবপেইজ তৈরী।
  • সাধারণ একটি html Table তৈরীকরন ও ডাটাএন্ট্রির মাধ্যমে ওয়েবপেইজ তৈরী।
  • একাধিক cell একত্র করে html Table তৈরীকরন ও ডাটাএন্ট্রির মাধ্যমে ওয়েবপেইজ তৈরী।
  • HTML কোডের মাধ্যমে ইমেইজ সংযোজন।
  • হাইপার লিংক এর মাধ্যমে html পেইজ সংযোজন।
  • কীবোর্ডের মাধ্যমে গৃহীত ৩টি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম।
  • কীবোর্ডের মাধ্যমে গৃহীত সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করার জন্য একটি প্রোগ্রাম ।
  • একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম।
  • ত্রিভূজের ভূমি ও উচ্চতার মান কীবোর্ড থেকে ইনপুট দিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম।
  • একটি ত্রিভূজের(বিষমবাহু)তিনটি বাহুর দৈর্ঘ্য ইনপুট দিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম। 
  • কী বোর্ডের মাধ্যমে ইনপুটকৃত তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম।
  • ১ হতে ১০০ পর্যন্ত জোড় সংখ্যাগুলো পর্দায় প্রদর্শনের একটি প্রোগ্রাম।
  • 1+2+3+........+N সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগাম ।
  • 1+3+5+....... +১০০` সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগাম । 
  • একটি ধনাত্মক পূর্ণসংখ্যার ফ্যাক্টোরিয়াল মান নির্ণয়ের একটি প্রোগ্রাম।
  • কোন পরীক্ষার রেজাল্টশীট তৈরির প্রোগাম ।
  • দুটি সংখ্যার গ. সা. গু নির্ণয়ের জন্য প্রোগ্রাম।

উপরের এই ব্যাবহারিক গুলো পাবেন আইসিটি ব্যবহারিক খাতার মধ্যে আর বাকি গুলো পাবেন আইসিটি ব্যবহারিক গাইড পিডিএফ এর মধ্যে। 

এর বাইরেও যদি কোন প্রশ্ন থাকে তাহলে সেটি আমাদের কমেন্টে জানানোর অনুরোধ রইলো। আমরা দেওয়ার চেষ্টা করবো। 

ICT Practical HSC 2023 PDF

উচ্চতর গণিত ১ম পত্র ব্যাবহারিক PDF

উপরের দেওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাবহারিক খাতা দেখে দেখে আপনারা সহজেই আপনাদের ব্যাবহারিক করে ফেলতে পারবেন। আপনারা চাইলে জুম করে বড় আকারেও দেখতে পারবেন। আশা করি এখান থেকে আপনার সকল ব্যাবহারিক সমাধান পেয়ে যাবেন। 

ICT PRACTICAL HSC 2023 PDF গাইড ডাউনলোড

প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যেই ICT PRACTICAL HSC 2023 PDF খাতা শেয়ার করে দিয়েছি। এরপরও আপানারা যারা পুরনাঙ্গ ব্যাবহারিক সমাধান চান তারা নিচের দেওয়া বাটনে ক্লিক করে ICT PRACTICAL HSC 2023 PDF ডাউনলোড করে নিতে পারবেন।

Book NameHSC ICT PRACTICAL HSC 2023 PDF
Class11-12
Last Update2023
Free download

উপরের দেওয়া ICT PRACTICAL HSC 2023 PDF গাইড থেকে আপনি আইসিটি সকল ব্যাবহারিক এর সমাধান পাবেন। আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাবহারিক সম্পন্ন করতে এটি বিশেষ সহায়তা করবে। 

আমাদের শেষ কথা

প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের পোস্ট টি থেকে আপনি একাদশ-দ্বাদশ শ্রেণির বা এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাবহারিক খাতা/নোট/গাইড পেয়েছেন। এখন আপনি নিজে থেকেই আপনার সকল ব্যাবহারিক সম্পন্ন করে ফেলতে পারবেন। 

আমাদের ওয়েবসাইট এর মধ্যে আপনার আরও অনেক প্রয়োজনীয় পোস্ট পাবেন। আশা করি নিয়মিত আমাদের এই ব্লগ সাইট টি দর্শন করে আমাদের সঙ্গে আপডেট থাকবেন। আজ এই পর্যন্তই। 

প্রিয় শিক্ষার্থী, আজকের পোস্টের উপরে যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে দয়া করে আমাদের কে জানাবেন। আমরা আপনার উত্তর দিয়ে সহযোগিতা করতে সবসময় অপেক্ষায় থাকি। আল্লাহ্‌ হাফেজ। 
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন