আবহাওয়ার উপাদান গুলো কি কি (A to Z) বিস্তারিত ব্যাখা সহ জেনে নিন
আবহাওয়ার উপাদান গুলো কি কি |
আবহাওয়ার উপাদান কয়টি এবং কি কি জেনে নিন
- বায়ুপ্রবাহ,
- চাপ,
- তাপ,
- আদ্রতা এবং
- বৃষ্টিপাত।
আবহাওয়া কাকে বলে?/ আবহাওয়া কি?
আবহাওয়ার উপাদান গুলো কি কি বিস্তারিত ব্যাখা জেনে নিন
- বায়ুপ্রবাহঃ বায়ুপ্রবাহ হচ্ছে বায়ুর অবস্থান পরিবর্তন। বায়ু পৃথিবীর ট্রপোস্ফিয়ার অঞ্চলের একেক স্থানে প্রবাহিত হতে থাকে। আর এই প্রবাহের কারন হচ্ছে সূর্যের আলো। যে স্থানে সূর্যের আলো বেশি পড়ে সে স্থানের তাপমাত্রাও বেশি থাকে যার কারনে ঐ স্থানের বায়ু গুলো হাল্কা হয়ে অন্য স্থানে প্রবাহিত হয়। আবার ঐ স্থানে ফাকা জায়গা পূরণ করতে পাশ থেকে আবার বায়ু আসে আবার হাল্কা হয়ে চলে যায় এভাবে বায়ুপ্রবাহ চলতে থাকে। বায়ুপ্রবাহ আবহাওয়ার অন্যতম একটু উপাদান। বায়ুপ্রবাহের কারনেই আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে।
- চাপঃ চাপ আবহাওয়ার আরেকটি অন্যতম উপাদান। চাপের কারনে আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে। চাপের কারনে পৃথিবীর একেক স্থানে আবহাওয়া একেক রকমের হয়ে থাকে। চাপকে প্যাসকেল এককে প্রকাশ করা হয়।
- তাপঃ তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা পদার্থের অণুসমূহের গতিশক্তির পরিবর্তনের মাধ্যমে তাপের স্থানন্তর হয়। আর এই তাপ হচ্ছে আবহাওয়া পরিবর্তনের আরেকটি উপাদান। তাপের বিভিন্ন রকম প্রকার রয়েছে যেমনঃ সংবহন তাপ, পরিচালন তাপ, বিকিরন তাপ।
- আদ্রতাঃ আদ্রতা আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোন স্থানের বায়ুতে কতটুকু জলীয়বাষ্প আছে টার পরিমাপই হলো আদ্রতা। পানির গ্যাসীয় অবস্থা তথা জলীয়বাষ্প সচারচর মানুষের চোখে অদৃশ্য থাকে কিন্তু এই আদ্রতা আবহাওয়ার উপরে প্রভাব ফেলে। যার কারনে আবহাওয়ার পরিবর্তন হয়।
- বৃষ্টিপাতঃ বৃষ্টিপাত মাটির আদ্রতা বজায় রাখতে সহায়তা করে এবং গাছপালা জন্মানোর জন্য মাটিতে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে। বায়ুমণ্ডলে জলীয়বাষ্প ঘনীভবনের ফলে একত্র হয় এবং মহাকর্ষীয় টানের ফলে মাটিতে বৃষ্টি রুপে পতিত হয়। বৃষ্টিপাত ও আবহাওয়া একে অপরের সঙ্গে জড়িত। বৃষ্টিপাত আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান কারন বৃষ্টিপাত তাপমাত্রা, আদ্রতা ও বায়ুচাপকে প্রভাবিত করে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন - FAQ
আবহাওয়ার উপাদান গুলো কি কি?
ইতিমধ্যেই আমরা আবহাওয়ার উপাদানগুলো সম্পর্কে জানতে পেরেছি। আবহাওয়ার প্রধান উপাদান গুলো হচ্ছেঃ বায়ুপ্রবাহ, চাপ, তাপ, আদ্রতা এবং বৃষ্টিপাত।
আবহাওয়ার প্রধান উপাদান কি?
আবহাওয়ার প্রধান উপাদানগুলো হচ্ছে বায়ুর প্রবাহ, বায়ুর তাপমাত্রা, চাপ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা বায়ুর আর্দ্রতা, কুয়াশা, মেঘ ও বৃষ্টিপাত।
আবহাওয়া কাকে বলে?
ক্লাস থ্রি থেকে বিসিএস পর্যন্ত সব জায়গায়ই আবহাওয়া কাকে বলে এই প্রশ্ন আসতে পারে, তাই আমাদের জেনে রাখা ভালো আবহাওয়া কাকে বলে বা আবহাওয়ার সঙ্গা। কোন স্থানে সল্প সময়ে বায়ুমণ্ডলের অবস্থা, সাধারণত এক দিনের বায়ুমণ্ডলীও অবস্থাকে ঐ স্থানের আবহাওয়া বলে।
আবহাওয়া বলতে কি বুঝায়?
কোন স্থানে একটি নির্দিষ্ট সময়ে বায়ুর প্রবাহ, তাপমাত্রা, বৃষ্টিপাত বা আদ্রতা ইত্যাদির পরিমাপ করে ঐ স্থানের ক্রিয়াকলাপ কে আবহাওয়া বুঝায়। আবহাওয়া সাধারণত কোন স্থানের সল্প সময়ের অবস্থা।