সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর ৮৩+ (HSC 2024 পরীক্ষার ১০০% কমন সাজেশন)

সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভাল আছেন। আপনারা অনেকেই সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর খুজে থাকেন। 

আশা করি আজকের এই আর্টিকেলটি পড়লে আপনার আর কোথাও খুঁজতে হবে না। কেননা আজকের আর্টিকেলে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্রের সেরা যোজনা নাটকের সকল প্রশ্ন উত্তর এখানে দিয়েছি। 

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আশা করি আপনার বই পড়তে হবে না। বই থেকে সম্পূর্ণ নাটকটি পড়তে গেলে প্রচুর সময় ব্যয় হয়। 

সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর দেওয়ার পাশাপাশি আমরা আজকে আর্টিকেলে আপনাদের সঙ্গে সিরাজউদ্দৌলার নাটকের স্পেশাল হ্যান্ড নোট শেয়ার করেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক প্রশ্নের উত্তর সমূহ। 

সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর ২০২৪ - নতুন সিলেবাস

সিরাজউদ্দৌলা নাটকের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সমূহ নিচে দেওয়া হয়েছে। এর বাইরে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে না আশা করি। তাই প্রতিটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ুন।

প্রশ্নঃ রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে ভারতবর্ষে আসেন কত বছর বয়সে?
উত্তরঃ ১৭ বছর।

প্রশ্নঃ চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র' সংলাপটি রায়দুর্লভ কার উদ্দেশে বলেন?
উত্তরঃ মিরনকে।

প্রশ্নঃ 'খাজাঞ্চি' বলতে কোন ব্যক্তিকে বোঝায়?
উত্তরঃ কোষাধ্যক্ষকে।

প্রশ্নঃ রমণীর ছদ্মবেশে মিরনের বাসগৃহে প্রবেশ করেন কারা?
উত্তরঃ ওয়াটস ও ক্লাইভ।

প্রশ্নঃ 'আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায়?' সংলাপটি রাজবল্লভের উদ্দেশে কে করেছেন?
উত্তরঃ  ক্যাপ্টেন ক্লেটন।

প্রশ্নঃ  ওয়াটসনের পদমর্যাদা কী ছিল?
উত্তরঃ  ইংরেজ নৌবাহিনী প্রধান।

প্রশ্নঃ  সিরাজউদ্দৌলা' নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য কোথায় সংঘটিত হয়েছে?
উত্তরঃ  লুৎফুন্নিসার কক্ষে।

প্রশ্নঃ আলিবর্দি খাঁর কনিষ্ঠ কন্যা আমিনার স্বামীর নাম কী?
উত্তরঃ জয়েনউদ্দিন।

প্রশ্নঃ 'তুমি কম সাপিনী নও' ঘসেটি বেগমের এ সংলাপ কাকে উদ্দেশ্য করে?
উত্তরঃ আমিনা বেগমকে।

প্রশ্নঃ 'সুখী এবং সৌভাগ্যবতী হও। এমন দোয়া করলে সেটা আমার পক্ষে আভিশাপ হয়ে দাঁড়াবে।'ঘসেটি বেগমের এ বিষ মাখানো উক্তি কাকে উদ্দেশ্য করে বলেন?
উত্তরঃ লুৎফুন্নিসাকে।

প্রশ্নঃ  'রৌশনি' শব্দের অর্থ কী?হয়ে আছেন?
উত্তরঃ আলোকসজ্জা।

প্রশ্নঃ সিরাজউদ্দৌলার পক্ষে অংশগ্রহণকারী অন্যতম বিশ্বস্ত ফরাসি সেনাপতি ছিলেন কে? 
উত্তরঃ সাঁফ্রে।

প্রশ্নঃ  মিরজাফরের বিশ্বস্ত গুপ্তচর উমর বেগ জমাদারকে খুন করা হয়েছিল কার হুকুমে?
উত্তরঃ  মোহনলালের।

প্রশ্নঃ নবাবের পক্ষে পশ্চিম দিকে গঙ্গার ধারে উঁচু স্থানে অবস্থান কার ছিল?
উত্তরঃ বদ্রিআলি খাঁর।

প্রশ্নঃ পলাশী যুদ্ধের পূর্ব রাত্রে শলাপরামর্শের জন্য সিরাজের শিবিরে কে কে উপস্থিত ছিলেন? 
উত্তরঃ মোহনলাল , মিরমর্দান।

 প্রশ্নঃ টুলের উপর দাঁড়িয়ে দুরবিন দিয়ে যুদ্ধক্ষেত্রের অবস্থা দেখার চেষ্টা করেন কে?
উত্তরঃ নবাব নিজেই।

প্রশ্নঃ কার গুলি করার সঙ্গে সঙ্গে নারান সিংয়ের মৃত্যু হয়? 
উত্তরঃ ক্লাইভ। 

প্রশ্নঃ নাটোরের মহারানী  ভবানীর স্বামীর নাম কি ?
উত্তরঃ রাজা রামকান্ত রায়।

প্রশ্নঃ নাটোরের মহারানী ভবানী যে কারণে স্বনামধন্য হয়ে আছেন?
উত্তরঃ দীন-দুঃখীর দুর্দশা মোচন ও সমাজ কল্যাণের জন্য।

প্রশ্নঃ 'আমাদের সঙ্গে যোগ দেবেন বিহার থেকে রামনারায়ণ, পাটনা থেকে ফরাসি বীর মসিয়েল।' এ সংলাপটি কার?
উত্তরঃ নবাবের।

প্রশ্নঃ কোথায় যেতে পারলে আবার প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে নবাব প্রত্যয় ব্যক্ত করেছেন?
উত্তরঃ পাটনায়।

প্রশ্নঃ 'long live Nabab jafar Ali khan' সংলাপটি কার?
উত্তরঃ ক্লাইভের।

প্রশ্নঃ শিখ ধর্মের অনুসারী ছিলেন কোন ব্যক্তি?
উত্তরঃ উমিচাঁদ।

প্রশ্নঃ যুদ্ধে নবাব হেরে গেলে উমিচাঁদকে ক্লাইভ কত টাকা দেওয়ার কথা ছিল? 
উত্তরঃ ৩০ লক্ষ টাকা, (দ্বিতীয় অঙ্ক তৃতীয় দৃশ্য), ২০ লক্ষ টাকা (চতুর্থ অঙ্ক প্রথম দৃশ্য)।

প্রশ্নঃ মিরজাফরকে সহায়তার বিনিময়ে ক্লাইভ কত টাকা আয়ের জমিদারি লাভ করে?
উত্তরঃ বার্ষিক ৪ লক্ষ টাকা।

প্রশ্নঃ মিরন নবাবকে হত্যা করার জন্য কাকে নিয়োগ করে? 
উত্তরঃ মোহাম্মদি বেগকে।

প্রশ্নঃ মোহাম্মদি বেগ লাঠি ফেলে খাপ থেকে ছোরা খুলে সিরাজের শরীরের কোথায় আঘাত করল?
উত্তরঃ পিঠে।

প্রশ্নঃ মিরজাফর আলি খান সিরাজের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন বলে নবাবকে জানায় কে?
উত্তরঃ মিরন।

প্রশ্নঃ সিরাজের পিতা-মাতা শৈশবে পুত্রস্নেহে লালন-পালন করেছিলেন কাকে?
উত্তরঃ মোহাম্মদি বেগকে।

সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর

সিরাজউদ্দৌলা নাটকের MCQ প্রশ্ন উত্তর | সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন উত্তর


প্রশ্নঃ ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার কী হয়?
উত্তরঃ খালা।

প্রশ্নঃ মোহাম্মদি বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?
উত্তরঃ দশ হাজার।

প্রশ্নঃ মিরজাফর কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায়?
উত্তরঃ কুষ্ঠরোগ।

প্রশ্নঃ প্রথম সার্থক বাংলা নাটক কোনটি?
উত্তরঃ শর্মিষ্ঠা।

প্রশ্নঃ 'সাদা নিশান' কীসের প্রতীক? 
উত্তরঃ সন্ধির।

প্রশ্নঃ 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের স্থান কোনটি?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম জাহাজ।

প্রশ্নঃ কলকাতার নাম আলিনগর ঘোষণা করেন কে?
উত্তরঃ সিরাজউদ্দৌলা।

প্রশ্নঃ 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রথম কোন চরিত্রের উপস্থিতি পরিলক্ষিত হয়?
উত্তরঃ ক্লেটন।

প্রশ্নঃ কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করা হয়?
উত্তরঃ রাজা মানিকচাঁদকে।

প্রশ্নঃ 'প্রাণপণে যুদ্ধ করো, সাহসী ব্রিটিশ সৈনিক' এ কথাটি কার?
উত্তরঃ ক্যাপ্টেন ক্লেটনের।

প্রশ্নঃ নবাবের রাজধানী ছিল কোথায়?
উত্তরঃ মুর্শিদাবাদে।

প্রশ্নঃ 'স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ সাহসিকতা।

প্রশ্নঃ 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের সময়কাল কোনটি?
উত্তরঃ ১৯ জুন ১৭৫৬ সাল।

প্রশ্নঃ 'ডাচ' শব্দটি দ্বারা কোন জাতিকে নির্দেশ করা হয়?
উত্তরঃ ওলন্দাজ বা হল্যান্ডের অধিবাসীদের।

প্রশ্নঃ 'সিরাজউদ্দৌলা' নাটকে 'কোম্পানি' শব্দটি দ্বারা কোন কোম্পানিকে নির্দেশ করে?
উত্তরঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে।

প্রশ্নঃ 'যুদ্ধে জয়লাভ অথবা মুত্যুবরণ, এ আমাদের প্রতিজ্ঞা।' এ সংলাপটি কার?
উত্তরঃ ক্লেটনের।

প্রশ্নঃ নবাবের পদাতিক বাহিনী কোথাকার রাস্তা দিয়ে চলে এসেছে?
উত্তরঃ দমদমের সরু রাস্তা দিয়ে।

প্রশ্নঃ নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে ইংরেজ দুর্গের দিকে এগিয়ে আসে?
উত্তরঃ শিয়ালদহের মারাঠা খাল।

প্রশ্নঃ 'কাপুরুষ বেইমান, জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়।' কাদের উদ্দেশে ক্লেটন এ উক্তিটি করেন?
উত্তরঃ মিনচিন, ফ্রাঙ্কল্যান্ড, ম্যানিংহাম।

প্রশ্নঃ ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেদের পরিচয় দেয়?
উত্তরঃ ক্লেটন ও তার অধীন সৈন্যদের।

প্রশ্নঃ উইলিয়াম ওয়াটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন এলাকার কুঠির পরিচালক ছিল?
উত্তরঃ কাশিমবাজার।

প্রশ্নঃ পেশায় চিকিৎসক হলওয়েল কোন কল্পিত ঘটনা প্রচার করে?
উত্তরঃ অন্ধকূপ হত্যা।

প্রশ্নঃ 'আপনি নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদের কাছে একখানা পত্র লিখে পাঠান।' সংলাপটি কার উদ্দেশে কে করেছে? 
উত্তরঃ উমিচাঁদকে হলওয়েল।

প্রশ্নঃ হলওয়েলের উপাধি সার্জন হলে রোজার ড্রেক ও ক্লেটনের উপাধি যথাক্রমে কী কী? 
উত্তরঃ গভর্নর ও ক্যাপ্টেন।

প্রশ্নঃ 'আপনিই এখন কমান্ডার-ইন-চিফ।' উমিচাঁদ কার উদ্দেশে এ সংলাপটি করেছেন? 
উত্তরঃ হলওয়েল।

প্রশ্নঃ 'কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছ।' হলওয়েলের উদ্দেশে উক্ত সংলাপটি কে করেছেন?
উত্তরঃ নবাব সিরাজউদ্দৌলা।

প্রশ্নঃ ইংরেজরা আত্মরক্ষার নামে কোথায় গোপনে অস্ত্র আমদানি করছিল? 
উত্তরঃ কাশিমবাজারে।

প্রশ্নঃ 'নবাবসৈন্য কলকাতা আক্রমণ করার সঙ্গে সঙ্গে রোজার ট্রেক প্রাণভয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে।' সংলাপটি কার?
উত্তরঃ সিরাজউদ্দৌলার।

প্রশ্নঃ কে নিজেকে দণ্ডলতের পূজারি বলে পরিচয় দেন?
উত্তরঃ উমিচাঁদ।

প্রশ্নঃ 'সিপাহসালার' বলতে কাকে বোঝায়?
উত্তরঃ সেনাপতিকে।

প্রশ্নঃ 'নবাব আলিবর্দি আমাদের বাণিজ্য করার অনুমতি দিয়েছেন।' সিরাজের উদ্দেশে কে এ সংলাপটি করেন?
উত্তরঃ হলওয়েল।

প্রশ্নঃ 'ফরাসিরা ডাকাত। আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন?' হলওয়েলের উদ্দেশ্যে কে সংলাপটি করেন?
উত্তরঃ নবাব সিরাজ।

প্রশ্নঃ সিরাজ কাকে শ্রেষ্ঠ বাঙালি বীর বলে অভিহিত করেন?
উত্তরঃ মিরমর্দানকে।

প্রশ্নঃ ক্লেটন, জর্জ, হলওয়েল এরা সম্মিলিতভাবে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় কোথায়?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম দুর্গে।

প্রশ্নঃ মিরজাফরের প্রকৃত নাম কী? 
উত্তরঃ মিরজাফর আলি খান।

প্রশ্নঃ মিরজাফর ভারতবর্ষে আসেন কোথা থেকে?
উত্তরঃ পারস্য থেকে।

প্রশ্নঃ 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের শুরুতে কোন সময়ের উল্লেখ আছে?
উত্তরঃ ১৭৫৬ সাল ৩ জুলাই।

প্রশ্নঃ 'কলকাতা থেকে নবাবের তাড়া খেয়ে ইংরেজরা আস্তানা গেড়েছে কোথায়? 
উত্তরঃ ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে।

প্রশ্নঃ 'এত অল্পে অধৈর্য হলে চলবে কেন?' সংলাপটি কিলপ্যাট্রিক কার উদ্দেশে বলেন?
উত্তরঃ হ্যারি।

প্রশ্নঃ জগৎশেঠ কে ছিলেন?
উত্তরঃ নবাবের সেনাপতি মানিকচাঁদের ভ্রাতুস্পুত্র।

প্রশ্নঃ ফতেহ চাঁদকে 'জগৎশেঠ' উপাধিতে ভূষিত করা হয় কত সালে? 
উত্তরঃ ১৭২৩ সালে।

প্রশ্নঃ ভাগীরথী নদীতে ইংরেজদের ভাসমান জাহাজে কোন কোন রোগের প্রার্দুভাব দেখা দেয়?
উত্তরঃ ম্যালেরিয়া ও আমাশয়।

প্রশ্নঃ ভাগীরথী নদীতে অবস্থানরত ইংরেজদের জাহাজ থেকে কলকাতার দূরত্ব কত ছিলা 
উত্তরঃ চল্লিশ মাইলের ভেতরে।

প্রশ্নঃ নারান সিং কী ছদ্মনামে ইংরেজদের ষড়যন্ত্রের খবর নবাবকে জানাতেন? 
উত্তরঃ রাইসুল জুহালা।

প্রশ্নঃ বিশ্বাসঘাতক ও অর্থলোলুপ মন্ত্রী রাজবল্লভ কোথাকার অধিবাসী ছিলেন? 
উত্তরঃ ঢাকা জেলার বিক্রমপুরের অধিবাসী।

প্রশ্নঃ 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফরের পদবি কী ছিল? 
উত্তরঃ সিপাহসালার বা প্রধান সেনাপতি।

প্রশ্নঃ কাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য নবাব সিরাজউদ্দৌলা মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করেন?
উত্তরঃ শওকতজঙ্গকে।

প্রশ্নঃ 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের সময়কাল ও স্থান?
উত্তরঃ ১৭৫৭ সালের ১০ মার্চ, নবাবের দরবার।

প্রশ্নঃ স্থানীয় লোকজনের তৈরি লবণ ইংরেজরা তিন-চার আনা মণ দরে কিনে কত টাকা মণ দরে বিক্রি করে?
উত্তরঃ দুই-আড়াই টাকা।

প্রশ্নঃ 'ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি, সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী।' একথা কে বলেন?
উত্তরঃ রায়দুর্লভ।

প্রশ্নঃ ইংরেজরা কাকে ঘুষ দিয়ে চন্দননগর ধ্বংস করে?
উত্তরঃ বেইমান নন্দকুমারকে।

প্রশ্নঃ 'আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।' সংলাপটি কে করেছিলেন?
উত্তরঃ মিরজাফর।

প্রশ্নঃ 'একটু নুন জোগাড় হলেই কাঁচা খাব বলে মুলোটা হাতে নিয়ে ঘুরছিলাম।' কে এ উক্তিটি করেনা
উত্তরঃ রাইসুল জুহালা।

সিরাজউদ্দৌলা নাটকের নোট PDF: হ্যান্ড নোট ২০২৪ (গুরুত্বপূর্ণ লাইনসহ সকল প্রশ্ন উত্তর)

সিরাজউদ্দৌলা নাটকের আরও প্রশ্ন উত্তর পেতে এবং পরীক্ষায় সকল বিষয়ে কমন পেতে এই নোট টি অবশ্যই সংগ্রহে রাখুন। 

File Nameসিরাজউদ্দৌলা নাটকের নোট সাজেশন ২০২৪ PDF
Classএকাদশ-দ্বাদশ শ্রেণির জন্য
Last Update2024
Free downloadDownload



পরিশেষে আমাদের কথা

প্রিয় পাঠক বন্ধুরা, আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর গুলো সব জানতে পেরেছেন। 

আজকের পোস্টে দেওয়া সকল প্রশ্ন যদি আপনি কমপ্লিট করে ফেলেন তাহলে পরীক্ষায় আপনার 100% কমন পড়বে ইনশাল্লাহ। 

কেননা সিরাজউদ্দৌলা থেকে এই প্রশ্ন উত্তর গুলো খুবই ইম্পরট্যান্ট প্রশ্ন উত্তর। প্রতি বছর বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন শীর্ষ স্থানীয় কলেজের নির্বাচনী পরীক্ষায় এই প্রশ্নগুলো দেওয়া হয়। 

আমরা সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সিরাজউদ্দৌলা নাটক থেকে সংগ্রহ করে আপনাদের এখানে দিয়েছি তাই আশা করব সবগুলো প্রশ্ন সঠিকভাবে মুখস্ত করে ফেলবেন। আজ এই পর্যন্তই, সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ্‌ হাফেজ।
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন