বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ২০২৪ (১০০+ কবিতা, ছন্দ, স্ট্যাটাস) | বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উপলক্ষে কবিতা দেখুন

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ২০২৪

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আজ ১৭ই মার্চ ২০২৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। অনেকেই গুগলে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা খুঁজে থাকেন। 

তাই টেপলাইভ এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম বঙ্গবন্ধুর জন্মদিনের স্পেশাল কিছু কবিতা। আশা করি আপনাদের কাছে এই কবিতা গুলো পছন্দ হবে। 

তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।


১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কবিতা ২০২৪

আজ এক বিশেষ দিন। এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়। তার জন্মের মাধ্যমে শুরু হয় বাংলাদেশ নামক একটি দেশের সূচনা। 

তার অবদানেই আজকের এই স্বাধীন বাংলাদেশ। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কবিতা রয়েছে আশা করি আপনার উপকারে আসবে। 

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কবিতা
১৯২০ সালের ১৭ ই মার্চ ফরিদপুরে
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার এক গ্রামে,

জন্মেছিলো বজ্রকণ্ঠি অসাধারন এক ছেলে
দল মতের বহুউর্ধ্বে নিরপেক্ষ অনন্য তিনি
সাহসী সন্তান হাজার বছরের শ্রেষ্ট বাঙালী ।

শেখ লৎফুর রহমান ছিলেন তাহার পিতা
মোসাম্মৎ সায়রা বেগম তাহার গর্বিত মাতা

আদর করে তাহারা ডাকিতেন “খোকা”
তাহার স্ত্রী মহীয়সী এক নারী ফজিলাতুন্নেসা।

তাহার জন্মদিনে জানাই শ্রদ্ধা ও সম্মান
তিনিই জাতির নেতা শেখ মুজিবর রহমান,

তাহার একটি ডাকে জেগেছিল বীর বাঙালী
তাহারই কন্যা শেখ হাসিনা যোগ্য উত্তরসুরী।

বাঙালি পেয়েছিলো এক মহান নেতা
তাহারই ডাকে নেতৃত্বে মিলেছে স্বাধীনতা,

দেশটা ছিলো বঙ্গবন্ধুর ভালবাসার প্রাণ
মহান নেতার জন্ম দিনে জানাই কোটি সম্মান।

অতি সম্মানে পালিত হয় বঙ্গবন্ধুর জন্মদিন
সর্বশ্রেণীর বাঙালির ভালবাসায় সিক্ত এ দিন,
তাহার আত্মার মাগফিরাতের কামনায়

দোয়া মাহফিল হয় সর্বত্রই সোনার বাংলায়,
তাহার স্মৃতি অমর গাঁথা রইবে যুগে যুগে
তিনি বঙ্গবন্ধু স্বরনীয় বরনীয় জাতির অন্তরে।।


বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ০১

একাত্তরের সেই মহান নায়ক,
জন্ম তার আজ, ষোলই মার্চ।
বাংলাদেশের অবিভাবক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জন্ম তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়,
তার নেতৃত্বে বাংলাদেশ পেল স্বাধীনতা।
নয় মাস রণ, অগণিত ত্যাগ, স্বাধীন বাংলাদেশ,

স্বপ্ন তার ছিল সোনার বাংলা,
সকলের জন্য সমতা, ন্যায়বিচার।
জাতির জনক, বঙ্গবন্ধু,
তোমার আদর্শে আমরা চলবো।

শেখ রাসেল, বঙ্গবন্ধুর ছোট ছেলে,
তার জন্মদিনও আজ।
শিশুদের বন্ধু, শেখ রাসেল,
তোমার স্মৃতি আমাদের হৃদয়ে।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ০২


সোনালী রোদের ঝিলিকানি,
মাঘের বাতাসে মিষ্টি গান,
আজকের দিন বিশেষ,
বঙ্গবন্ধুর জন্মদিন,
বাংলার নবজাগরণ।


বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ০৩

তুঙ্গভদ্রার তীরে,
গোপালগঞ্জের মাটিতে,

জন্মগ্রহণ করেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,

বাংলার বীর সন্তান।
কিশোর মুজিব,

ছোটবেলা থেকেই,
নেতৃত্বের গুণ ছিল,

ন্যায়বিচারের প্রতি,
ছিল তীব্র আগ্রহ।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ০৪

ভাষা আন্দোলনে,
সক্রিয় অংশগ্রহণ,

ছাত্রলীগের সভাপতি,
বাংলার অধিকারের জন্য,

কঠোর সংগ্রাম।
পাকিস্তানি শাসন,

অত্যাচার, নির্যাতন,
বাঙালির উপর,

মুক্তির জন্য,
জয় বাংলা স্লোগান,

গর্জন করে উঠলো,
স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ।

নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ,
শেষে এলো স্বাধীনতা,

জন্ম নিলো,
নতুন রাষ্ট্র, বাংলাদেশ।

স্বাধীন বাংলাদেশ,
যুদ্ধবিধ্বস্ত দেশ,

পুনর্গঠনের ভার,
বঙ্গবন্ধুর কাঁধে,

দ্রুত উন্নয়নের পথে,
এগিয়ে চলতে লাগলো,

সোনার বাংলা।
হত্যাকাণ্ড,

১৯৭৫ সালের ১৫ আগস্ট,
কালো দিন,

বঙ্গবন্ধু ও পরিবারের,
সপরিবারে হত্যা,

জাতি হারালো,
তাদের অবিভাবক।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ০৫


বঙ্গবন্ধু আজ মরেননি,
তিনি অমর,

তার আদর্শ,
চিরকাল আমাদের, অনুপ্রেরণা।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ০৬

বঙ্গবন্ধুর জন্মদিন,
শুধু একটি দিন নয়,
এটি একটি স্মরণ দিবস,

একটি অনুপ্রেরণা দিবস,
বাংলার মানুষের,
ঐক্য ও সংহতির দিবস।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ০৭


একাত্তরের ঝড়ঝঞ্ঝায়,
মাথা নত হয়েছিল দেশ,

কিন্তু বঙ্গবন্ধু ছিলেন অটল,
তার বজ্রকণ্ঠে ‍উঠেছিল জয়ের ঘোষ।

জাতির জনক, বঙ্গবন্ধু,
তোমার নাম অমর,

তুমি দিয়েছো আমাদের,
স্বাধীন বাংলাদেশ।

স্বাধীনতার সূর্য বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ০৮

তোমার বার্তা ছিল স্পষ্ট,
সকলের সমান অধিকার,

স্বাধীনতার সূর্য উঠেছে,
বাংলার আকাশে।

আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে ০৯

তোমার স্বপ্নের বাংলাদেশ,
গড়ে তোলার অঙ্গীকার,

সকলের মিলেমিশে,
এগিয়ে যাবো আমরা।

বঙ্গবন্ধু, তুমি চির অমর,
তোমার আদর্শ আমাদের পথপ্রদর্শক,

তোমার নামে গর্বিত,
বাংলার সকল মানুষ।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে অতিরিক্ত কবিতা ২০২৪

বঙ্গবন্ধু, তুমি আমাদের গর্ব,
তোমার নামে ‍উচ্চারিত হয়,

বাংলার মুক্তিযুদ্ধের গল্প।
তোমার বার্তা ছিল স্পষ্ট,

“স্বাধীনতা ছাড়া জীবন নেই”,
এই ‍উদ্বোধনীতে ‍উজ্জীবিত,
ছিল ‍সকল বাঙালি।

তোমার নেতৃত্বে ‍গড়ে উঠেছিল,
মুক্তিযোদ্ধাদের বাহিনী,
তাদের ‍বীরত্বের ‍উদ্দীপনা,
ছিল ‍সকলের ‍মনে।

বঙ্গবন্ধু, তুমি চির অমর,
তোমার আদর্শ আমাদের পথপ্রদর্শক,
তোমার নামে গর্বিত,
বাংলার সকল মানুষ।

এসো দেশবাসী, গান গাই
জন্মদিন আজ মুজিবের
স্বাধীনতার নবীন দিন
বাংলার বীরের।

তুষার ঝরে, বসন্ত এসে
সোনালী আলোয় ভরে
জন্মদিন আজ বঙ্গবন্ধুর
শোক ভুলে, গান গাও ভাই।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে ছন্দ, স্ট্যাটাস ও কবিতা ২০২৪

পলাশী যুদ্ধের ক্ষত
জ্বলন্ত বুকে বহন
বঙ্গবন্ধু এলেন ঝড়ের মত
স্বাধীনতার দিকে ধাবিত জন।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ
শহীদের অশ্রুজল
জয় বাংলা ধ্বনিতে মুখরিত
স্বাধীন বাংলাদেশ স্থাপিত হল।

বঙ্গবন্ধু, তুমি আমাদের অহংকার
তোমার পথে আমরা চলবো
সোনার বাংলা গড়বো।

এই দিনটি আমরা সবাই মনে রাখবো
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করবো
সমৃদ্ধ বাংলা গড়বো।

মুজিব নামটি আজ অমর
বাংলার বুকে চিরস্থায়ী
স্বাধীনতার পথ দেখানো
জাতির জনক, বঙ্গবন্ধু তুমি।

স্বাধীনতার সূর্য উঠেছে
১৭ই মার্চের আকাশে
বাংলার নবজাগরণ
বঙ্গবন্ধুর জন্মদিন আজ।

আশা করি আজকের এই পোস্ট থেকে আপনারা বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা পেয়েছেন। এই কবিতাগুলি তার প্রতি শ্রদ্ধা, স্মৃতি এবং আদরের অবসান প্রকাশ করে। 

এই মহান দিনে, আমরা বাঙালিরা একত্রে এসে বঙ্গবন্ধুর উজ্জ্বল প্রতীকে অনুসরণ করি, তার দীর্ঘ সংগ্রামে আমাদের জনগণের স্বাধীনতা এবং সমৃদ্ধির মাধ্যমে যেতে আগ্রহী। তার প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রেম সবসময় অবিনয় থাকুক। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা!
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন