শ্বশুরের জন্য সৌদি থেকে কাফনের কাপড় উপহার আনলেন জামাই, স্বামীকে তালাক দিলেন স্ত্রী


শ্বশুরের জন্য সৌদি আরব থেকে কাফনের কাপড় উপহার আনায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী। শুনতে আশ্চর্যকর হলেও এমনি ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশের বরিশাল শহরে। 

বরিশাল শহরের বাসিন্দা রফিক বয়স ৩০ বছর, সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। দীর্ঘদিন প্রবাসে কাজ করে তিনি শ্বশুরবাড়িতে কিছু না কিছু উপহার নিয়ে যান সকলের জন্য। তার ভাবমূর্তি আরো উন্নতি করবে বলে আশা করেছিলেন। কিন্তু বিপদ বাঁধে তার শ্বশুরের জন্য উপহার আনা কাফনের কাপড়ের জন্য।

রফিকের বক্তব্য

রফিক তার শ্বশুরের জন্য সৌদি থেকে কাফনের কাপড় নিয়ে আসেন। উন্নতমানের এবং আরব দেশের কাপড়। তিনি ভেবেছিলেন এটি একটি পবিত্র এবং সুন্দর উপহার হবে শশুর খুশি হয়ে যাবে। তবে এই উপহার শশুরবাড়ি হাসির পরিবর্তে বিব্রতকর পরিস্থিতি বয়ে আনে।

শশুরবাড়ির লোকজন অবাক হয়ে যায় এবং রফিকের স্ত্রী নাম শিলা, বয়স ২৫ বছর, বিষয়টিকে অবমাননা হিসেবে ধরে নেন। শিলা রেগে স্বামী রফিক কে বলেন "তুমি কিভাবে আমার বাবার জন্য এমন উপহার আনতে পারলে? তার মানে তুমি কি আমার বাবার মৃত্যু কামনা করছো!!"

রফিক বোঝানোর চেষ্টা করছিল যে মৃত্যু অনিবার্য তাই বাবার জন্য কাফনের কাপড় সৌদি আরব থেকে এনেছিলাম শুধুমাত্র ধর্মীয় উপহার হিসেবে কোন অবমাননার জন্য নয়। কিন্তু শিলার রাগ থামেনি পরবর্তীতে এমন পর্যায়ে চলে যায় পরিস্থিতি যে পরিবারও বিষয়টি মিটমাট করতে পারেনি। 

স্বামীকে তালাক দিলেন স্ত্রী

এক পর্যায়ে শিলা রফিককে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনা এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এমনকি সারা দেশ জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে। গ্রামের লোকজনের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রফিককে ঠিক বলছেন আবার কেউ কেউ শিলার প্রতিক্রিয়াকে সমর্থন করছেন। 

রফিক হতাশ হয়ে জানান যে আমি শুধু ভালো কিছু করতে চেয়েছিলাম কিন্তু বিষয়টি এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে আমি ভাবতে পারিনি। 

প্রিয় পাঠক বন্ধুরা আপনারাই বলুন রফিকের কি এরকম উপহার আনা ঠিক হয়েছে, কিংবা শিলার প্রতিক্রিয়া কি আপনারা সমর্থন করেন? আপনার মন্তব্যটি কমেন্টের মাধ্যমে সবাইকে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন