২০২৫ সালের রমজানের ক্যালেন্ডার (সকল জেলার আপডেট সময়সূচী) | Ramadan Calendar 2025
২০২৫ সালের রমজানের সম্ভাব্য তারিখ
বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০২৫ সালের রমজান শুরু হতে পারে ০১ লা মার্চ ২০২৫ (শুক্রবার) বা ০২ রা মার্চ ২০২৫ (শনিবার) এবং শেষ হতে পারে ৩১ মার্চ ২০২৫ (রবিবার)। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রমজানের সময়সূচি (সেহরি ও ইফতার)
তারিখ | দিন | সেহরির শেষ সময় | ইফতারের সময় |
---|---|---|---|
১ মার্চ | শনিবার | ৫:০৪ এএম | ৬:০২ পিএম |
২ মার্চ | রবিবার | ৫:০৩ এএম | ৬:০৩ পিএম |
৩ মার্চ | সোমবার | ৪:৫৩ এএম | ৬:০৬ পিএম |
... | ... | ... | ... |
৩০ মার্চ | রবিবার | ৪:২৮ এএম | ৬:২২ পিএম |
২০২৫ সালের রমজানের ক্যালেন্ডার
রমজানের গুরুত্ব ও আমল
- নামাজ ও কুরআন তিলাওয়াত: প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন এবং কুরআন পড়ুন।
- রোজা রাখা: সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত সকল পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থাকুন।
- তারাবিহ নামাজ: রাতের বেলায় বিশেষ নামাজ তারাবিহ আদায় করুন।
- দোয়া ও ইস্তেগফার: রমজান দোয়া কবুলের মাস, তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন।
- সদকা ও জাকাত: দান-সদকা ও জাকাত প্রদান করুন, যাতে অসহায় মানুষ উপকৃত হয়।
ইফতার ও সেহরির পুষ্টিকর পরামর্শ
সেহরিতে খেতে পারেন: ভাত, খেজুর, দুধ, ডাল, ডিম, ফল ও প্রচুর পানি।
ইফতারে খেতে পারেন: খেজুর, শরবত, ফল, সবজি, হালকা ভাজা খাবার, এবং পর্যাপ্ত পানি।
রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। সঠিকভাবে রোজা পালন করলে শারীরিক ও মানসিক সুস্থতা লাভ করা সম্ভব। আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাসের বরকত লাভ করার তৌফিক দিন। রোজা কবুল হোক, আমিন!
পরিশেষে আমাদের কথা
প্রিয় পাঠক, আশা করি আজাকের পোস্ট টি পড়ে আপনারা "২০২৫ সালের রমজানের ক্যালেন্ডার" সম্পর্কে জানতে পেরেছেন এবং পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন।
পোস্টটি ভালো লেগে থাকলে আপনারা ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারেন। আশা করি অন্যরা জানতে পারবে।
আজকের পোস্ট সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সামনে কোন সম্পর্কে জানতে চান সেটাও আমাদের জানাতে পারেন। আল্লাহ্ হাফেজ।