রোজা ভঙ্গের কারণ হাদিস বিবরণী সহ ২০২৫ (সতর্ক থাকুন)

রোজা ভঙ্গের কারণ

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক আশা করি ভালো আছেন সবাই। আপনারা অনেকেই রোজা ভঙ্গের কারণ গুলো জানতে চান। কিন্তু হাদিস মোতাবেক সঠিক কারণসমূহ কোথাও একসাথে সাজানো গোছানো পান না। 


আজকের পোস্টে আপনারা রোজা ভঙ্গের কারণ হাদিস বিবরণী সহ জানতে পারবেন। তাই আশা করবো আপনারা সম্পূর্ণ পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন। 


তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল্যবান আলোচনা শুরু করা যাক। পড়া শেষে আপনারা মন্তব্য জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। 


রোজা ভঙ্গের কারণ কেন জানা উচিত

মুসলিমদের জন্য রমজান মাস এক অশেষ নেয়ামতের মাস। এই মাসে সমগ্র বিশ্বের মুসলিম জতি পানাহার থেকে বিরত থাকে এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় ভালো কাজ করে। 


কিন্তু আমরা যদি পবিত্র রমজান এর মূল কাজ অর্থাৎ রোজা সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। 


কিন্তু এতকিছুর পরও কিছু মানুষের রোজা মূল্যহীন হয়ে যাবে। তাদের রোজা কোনো কাজে আসবে না এই মর্মে, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারলো না, তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই।’ - (বুখারি: ৬০৫৭, ইবনে মাজাহ: ১৬৮৯)


তাই আমাদের অবশ্যই জানা জরুরী যে, কি কি কারনে রোজা ভেঙ্গে যায়। আজকের পোস্টে আমরা রোজা ভঙ্গের কারণ সমূহ উল্লেখ করেছি।


রোজা ভঙ্গের কারণ গুলো কি কি জেনে নেই

সাধারণ মুসলিমরা অনেক কিছুকেই রোজা ভঙ্গের কারণ হিসেবে ভেবে নেয়। কিন্তু ইসলামিক স্কলার দের মতে রোজা ভাঙ্গার মৌলিক কারণ হিসেবে ৫ টি কারণ কে আখ্যায়িত করা হয়েছে। সেগুলো হচ্ছে -

  • ইচ্ছাকৃতভাবে পানাহার করলে
  • ইচ্ছাকৃতভাবে পানি বা তরল পান করলে
  • শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে
  • মুখ ভর্তি বমি হলে
  • রোজা রাখা অবস্থায় যৌ-ন সম্পর্ক স্থাপন করলে
রোজা ভঙ্গের কারণ নিয়ে জানা যায় যে -

আর কিছু রোযা-বিনষ্টকারী বিষয় আছে যেগুলো শরীরে প্রবেশ করানোর সাথে সম্পৃক্ত। যেমন- পানাহার। তাই রোযাদার যদি পানাহার করে তাহলে যে উদ্দেশ্যে রোযার বিধান জারী করা হয়েছে সেটা বাস্তবায়িত হবে না। - [মাজমুউল ফাতাওয়া ২৫/২৪৮]


রোযা-নষ্টকারী প্রধান বিষয়গুলো সম্পর্কে আল্লাহ্‌ তায়ালা উল্লেখ করেছেন যে - 

“এখন তোমরা নিজ স্ত্রীদের সাথে সহবাস কর এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন তা (সন্তান) তালাশ কর। আর পানাহার কর যতক্ষণ না কালো সুতা থেকে ভোরের শুভ্র সুতা পরিস্কার ফুটে উঠে...” - [সূরা বাকারা, আয়াত: ১৮৭]


তাহলে রোজা নষ্টের প্রধান বিষয়গুলো হচ্ছে- পানাহার ও সহবাস। আর রোযা নষ্টকারী অন্য বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাদিসে উল্লেখ করেছেন।


রোজা ভঙ্গের কারণ হাদিস বিবরণী সহ ২০২৫ ভিডিও বক্তব্য শুনুন


রোজা ভঙ্গের কারণ

আরও ২০ এর অধিক গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিও টি দেখতে পারেন।

পরিশেষে আমদের কথা

আশা করি আজকের পোস্টে আপনারা রোজা ভঙ্গের কারণ গুলো জানতে পেরেছেন। আজকের পোস্ট সম্পর্কিত আপনারা কোন প্রশ্ন, মতামত বা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দৈনিক গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আজ এই পর্যন্তই, আল্লাহ্‌ হাফেজ।

Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Facebook Page
telegram
প্রিমিয়াম সাজেশন গ্রুপ [9 to 12]

আপনি যদি ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে সকল প্রিমিয়াম সাজেশন এবং নোট পেয়ে যাবেন। আশা করি আপনার পরীক্ষায় অনেক উপকার হবে।

গ্রুপ : এখানে ক্লিক করুন