বিল হিসাব করার রোবট
নিচের ঘরগুলো সঠিক সংখ্যা দিয়ে পূরণ করলেই সাব মিটার এবং মেইন মিটারের একুরেট বিল হিসাব পেয়ে যাবেন। স্বত্বাধিকারী - Teplive.com
শর্তঃ শুধুমাত্র একটি মেইন মিটার ও একটি সাবমিটার থাকলে এটি ব্যাবহার করা যাবে।
মিটার বিল হিসাব করার রোবট
ব্যাবহার নির্দেশিকা
- প্রথম ঘরে বিলের কাগজ থেকে মোট বিল কত হয়েছে সেটি লিখুন
- দ্বিতীয় ঘরে মোট ব্যবহৃত ইউনিট কত হয়েছে সেটি লিখুন।
- তৃতীয় ঘরে সাবমিটারের বর্তমান রিডিং লিখুন।
- ৪র্থ ঘরে গত মাসে সাবমিটারের রিডিং কত ছিল সেটি লিখুন।
- এবার 'হিসাব করুন' লেখায় চাপ দিলেই মেইন মিটার এবং সাবমিটারের বিল দেখতে পারবেন।
এখানে ইউনিট প্রতি কত টাকা চার্জ নেয় এটি দিতে হবে না কারন এটা অটোমেটিক নিয়ে নেয়। তাই, এটি আপনি সারাজীবন ব্যাবহার করতে পারবেন। পরবর্তীতে সহজে হিসাব করতে এই পেইজ টি ADD TO HOME SCREEN অথবা লিঙ্কটি সেভ করে রাখুন।